শনিবার, ১১ এপ্রিল, ২০২০

COVID-19 তুমি কে?

আহমদ সাকি।
COVID-19 তুমি কে?

উত্তর :-

আমি উইঘুরের নীরব গণহত্যার শিকার অসংখ্য নিহতের আত্মা।

আমি পানি পানের অপরাধে মেরে ফেলা অস্ট্রেলিয়ার নিহত উষ্ট্রীর আত্মা।

অামি যেনাকারীদের পানি অপবিত্রকারীদের পানি নষ্টকারীদের জন্য,  পানি সৃষ্ট জীবাণু!

আমি ক্ষমতালিপ্সুদের বলির পাঠা হয়ে বোমার আঘাতে মরে যাওয়া অসংখ্য শিশুর চিৎকার আর্তনাদ।

আমি গরিবদের শোষণ করে লুন্ঠন হওয়া পুঞ্জিভূত সম্পদ।

আমি বিনা অপরাধে জেলে ধুঁকে ধুঁকে মরে যাওয়া নিহতের আত্মা।

আমি তোমাদের কাছে সম্ভ্রম হারানো ধর্ষিতা মা বোন।

আমি পলিথিন মোড়ানো ডাস্টবিনে ফেলে দেয়া হাজারো শিশুর ফরিয়াদ।

আমি দূর্বলের উপর সবলের অত্যাচারের অভিশাপ।
আমি বিচারহীনতার শিকার, আদালতের নির্মমতা।

আমি তোমাদের শিখাবো বিনা যুদ্ধে, বিনা অপরাধে, বন্দী থাকার অনুভূতি।

আমি শিখাবো তোমাদের না খেয়ে থাকার অনুভূতি।
আমি আরো শিখাবো তোমাদের বিনা কারনে মৃত্যুর বেদনা।

আমি আরো শিখাবো আপনজন ভালোবাসার মানুষেদের বিনা কারনে দূরে ঠেলে দেয়ার যন্ত্রণা।
এগুলো সবই তোমাদের হাতের কামাই।

হে পৃথিবী....
তোমরা ইনসাফ করতে শিখো,
তোমরা জুলুম ও পাপাচার বন্ধ করো, ন্যায়ের আদালত প্রতিষ্ঠা করো।
নতুবা অচিরেই তোমাদের ধ্বংস অনিবার্য।

ইতি,
করোনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...