বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

মনও কাচের মতো!

-হাতে একটা কাচের গ্লাস নাও।
-নিয়েছি।
-কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো।
-হ্যাঁ মেরেছি।
-গ্লাসটি কি ভেঙ্গেছে?
-হ্যাঁ ভেঙ্গেছে।
-ভাঙা গ্লাসটি কে বল 'তুমি দুঃখিত'।
-হ্যাঁ বলেছি।
-গ্লাসটি কি আবার আগের অবস্থায় ফিরে গেছে?
-না!
-কিছু কি বুঝতে পেরেছ?
শুন, মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই কষ্ট চলে যায় না! কারণ মানুষের মনও কাচের মতো। ভাঙলে জোড়া লাগে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...