রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ধার

পাহাড়ী বুনো ফুলের যে উদ্ভ্রান্তে
মগ্ন হয় ঘাসফড়িং আর প্রজাপতিরা,
তা তোমার এক টুকরো স্পর্শ্ব থেকে ধার করা।
তোমার দু'চোখের আপন
চাহনিতে যে টান
তাতে লাভার ফুটন্ত উৎগীরণ নামে আমার শিরায় শিরায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...