রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ঋণ থেকে মুক্তির দোয়া।

আপনি কি ঋণগ্রস্ত? অথবা আপনার পরিচিত কেউ? উত্তর যদি ‌'হ্যাঁ' হয়, তবে নিচের দোয়াটি শিখুন, নিয়মিত পড়ুন ও সবাইকে শেয়ার করুন।

তিরমিজি শরীফের হাদিস। একবার হযরত আলী রা: এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এসময় আলী রা: তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না, যা আমাকে রাসুল সা: শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পড় তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন। যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।
এরপর আলী রা: ওই ব্যক্তি বললেন পড়-
اللَّهُمَّاكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
(আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক)
অর্থাৎ হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
প্রিয় বন্ধুরা আসুন আমরাও বিশ্বাসের সাথে ওই দুয়ার মাধ্যমে আল্লার কাছে সাহায্য চাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...