রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

যদি সম্মানিত হতে চাও

"মিঠা দো আপনি হাছতি কো
আগর কুচ মরতবা চাহো
কে দানি খাক মে মিলকর
গুলে গুলজার হোতা হ্যা।"

অর্থাৎ-তুমি যদি কিছু উঁচু মর্যাদা চাও, তাহলে নিজের সম্মান কে ধুলিস্যাৎ কর, কারণ বীজ মাটির সাথে মিশে ফুল বাগান ও ফুল হয়ে থাকে।

ঋণ থেকে মুক্তির দোয়া।

আপনি কি ঋণগ্রস্ত? অথবা আপনার পরিচিত কেউ? উত্তর যদি ‌'হ্যাঁ' হয়, তবে নিচের দোয়াটি শিখুন, নিয়মিত পড়ুন ও সবাইকে শেয়ার করুন।

তিরমিজি শরীফের হাদিস। একবার হযরত আলী রা: এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এসময় আলী রা: তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না, যা আমাকে রাসুল সা: শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পড় তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন। যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।
এরপর আলী রা: ওই ব্যক্তি বললেন পড়-
اللَّهُمَّاكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
(আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক)
অর্থাৎ হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
প্রিয় বন্ধুরা আসুন আমরাও বিশ্বাসের সাথে ওই দুয়ার মাধ্যমে আল্লার কাছে সাহায্য চাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করবেন।

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

মহাকাশ!

আপনি কোথায়?
উত্তর: বাংলাদেশে।
⭕ বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।
⭕ এশিয়া কোথায়?
উত্তর: ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে।
⭕ পৃথিবী কোথায়?
উত্তর: ৩০০কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে।
⭕ সৌরজগৎ কোথায়?
উত্তর: এক হাজার কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ট্রিলিয়ন বা ৫৭০,০০,০০,০০,০০,০০,০০,০০০ মাইল ব্যাপী মিল্কিওয়ে নামক গ্যালাক্সিতে।
⭕ এই মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে!
⭕ গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায়?
উত্তর: এরকম অনেক গুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে।
⭕ এই সুপার ক্লাস্টার আবার কোথায়?
উত্তর: অনেক গুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে।
⭕ সেটা আবার কোথায়?
উত্তর: অনেকগুলো সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে... চলতেই থাকবে...!!!
⭕ এটাই কি মহা-বিশ্বের পরিসীমা?
উত্তর: মোটেই না! মাত্র .০১%বলা হয়েছে; বাকি ৯৯.৯৯%বিজ্ঞানীরা চিন্তাও করতে পারছেনা...!!!
সূএ : American NASA.....

""" আর এ সকল কিছুই রয়েছে আল্লাহ্‌ তায়ালার আরশের নিছে। সেই আল্লাহ্‌ কত বড়????

কোরআন শরিফে আছে প্রথম আসমান থেকে ২য় আসমানের দূর ত্ত ৫০০ বছরের রাস্তা। তাহলে মহান আল্লাহপাক আছেন আরশে আজিমে ৭ম আসমানের উপরে, মানে মাটি থেকে ৩৫০০ বছরের রাস্তা হলো ৭ম আসলাম তারপর আল্লাহ পাকের আরশে আজিম। আর ৭ম আসমান থেকে আল্লাহপাকের আরশ কত দূরে এটা মহান আল্লাহ ছাড়া জিবরাইল আঃ তো দূরের কথা কোন ফেরেশতাও জানে না।

আমরা আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
আমাদের অপরাধ সমূহ আল্লাহ্‌ মাপ করুন।
আমাদের জান্নাতের উপযোগী করে মরন দিয়েন, এই প্রার্থনা রব তোমার কাছে।।
আমীন।

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...