বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

দু'টি কবিতা।

০১.
ঝলমলে রঙ, চওড়া কাজল
অনেক রাতের কান্না ঢাকে,
বেশ্যাদেরও হয়তো কোথাও
একটা প্রথম প্রেমিক থাকে।।

০২.
তুমি চাইলে এ মৃত প্রেম   
আবারো নতুন জীবন পাবে,
ন‌ইলে আমার নিস্তব্ধ রাত
নীরবেই কেটে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...