মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

গ্রামীন নোংরামি

গ্রামে এখনো কিছু নোংরামি থেকে গেছে, যেমন- কেউ যদি একটা ভাল চাকরি পায় অমনি শুরু হয়ে যাবে বদনাম করা, বলবে নিশ্চয় ঘুষ দিয়ে পেয়েছে!!  নিজের মেয়ের চেয়ে যদি পাশের বাড়ির মেয়েকে দেখতে আসা বরটি দেখতে ভাল, পজিশন ভাল হয় অমনি শুরু হয়ে যায় কীভাবে বিয়েটি ভেঙ্গে দেবে!!  পাশের বাসার বউটি যদি ভাল হয় অমনি বদনামের চেষ্টা শুরু হবে!! ভাল কিছু করতে চাইলেই সমালোচনার ঝড়!! উপকার করলে বলবে নিশ্চয় কোন উদ্দেশ্য আছে!!
গ্রামে উপরে তোলার চেষ্টার চেয়ে নিচে নামানুর প্রতিযোগিতা বেশী!! কত প্রতিভা সুযোগের অভাবে গ্রামে ঝরে যাচ্ছে তার কোন হিসেব নেই। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে না পারলে গ্রাম কখনো এগিয়ে যাবে না। আপনার সন্তান/পরিবারের কথাও একবার ভাবুন। আপনিও রেহায় পাবেন না কিন্তু!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...