বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা।
এরকম অঙ্গীকার প্রতি বছর হয় আর প্রতি বছর ভুলে যায়।
পাশের ফ্লাইটের ছোট বাবুটা অনর্গল হিন্দি বলে যাচ্ছে। সে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ে। বাচ্চার মাকে জিজ্ঞাসা করলাম আপু আপনার বাবুটার কি বাংলা বলতে পারেনা? জবাবে আপু বললেন- না ওকে আপাতত বাংলা শিখাচ্ছি না! ও ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমরাও ওর সাথে ইংরেজীতে কথা বলি। ও আচ্ছা কিন্তু আপনার বাবুটা তো হিন্দিতে ভাল কথা বলতে পারে। আর বলবেন না ভাই সারাক্ষণ হিন্দি চ্যানেল দেখে দেখে হিন্দি ভাষা শিখে ফেলেছে।
এই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রতি অগাধ অনুরাগ আর ভালোবাসা! আমরা প্রতি বছর একদিন বাংলাতে কথা বলার চেষ্টা করি আর সারা বছর থাকি ইংলিশ মিডিয়াম আর হিন্দি চ্যানেল নিয়ে।
সে যাইহোক, আসুন সবাই বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষা কে ভালোবাসি। ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সালাম। আর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।।