সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

মজায় মজায় ইংরেজী।

 ডিম আর আপেল পাশাপাশি রাখুন, দেখবেন বেগুন হয়ে গেছে।

Egg : ডিম।

Apple : আপেল।

Eggapple : বেগুন।


মহিলার পাশে আংগুল রাখুন, দেখবেন ঢেঁড়শ হয়ে গেছে।

Lady's : মহিলা।

Finger : আঙ্গুল।

Lady'sfinger : ঢেঁড়শ।


শক্ত খুঁটির সারি দিয়ে কিভাবে চড়ুই পাখি হয় দেখুন।

Spar : শক্ত খুঁটি। 

Row : সারি।

Sparrow : চড়ুই পাখি।


সাথে দাঁড়ালে কিভাবে প্রতিরোধ হয় দেখুন।

With : সাথে।

Stand : দাঁড়ানো।

Withstand : প্রতিরোধ করা।


কাজ আর দোকান মিলে কিভাবে কারখানা হয় দেখুন।

Work : কাজ। 

Shop : দোকান।

Workshop : কারখানা।


হাত ও কিছু দিয়ে সুদর্শন বানাতে চান তাহলে :

Hand : হাত।

Some : কিছু।

Handsome  সুদর্শন।


কথা আর খেলা মিলে কিভাবে বুদ্ধিদীপ্ত হয় দেখুন।

Word : কথা। 

Play : খেলা।

Wordplay : বুদ্ধিদীপ্ত।


পৃথিবী আর পোকা মিলে কিভাবে নীচব্যক্তি হয় দেখুন।

Earth : পৃথিবী।

Worm : পোকা।

Earthworm : নীচব্যক্তি।


কৌশল ও তার সমন্বয়ে কিভাবে পাখির পালক হয় দেখুন।

Feat : কৌশল।

Her : তার।

Feather : পাখির পলক।


দেখ ও একটি পাশাপাশি বসে কিভাবে ঋণ হলো।

Lo : দেখ।

An : একটি।

Loan : ঋণ।


বাহির আর প্রবণতা মিলে কিভাবে সমাজচ্যুত হয় দেখুন।

Out : বাহির।

Cast : প্রবণতা। 

Outcast : সমাজচ্যুত।


বাহিরের সাধারণ দক্ষতা দিয়ে কিভাবে উৎপাদন হয় দেখুন।

Out : বাহির। 

Turn : সাধারন দক্ষতা।

Outturn : উৎপাদন।


বাইরে খ্যাতি দিয়ে কিভাবে অসাধারণ হয় দেখুন।

Out : বাইরে।

Standing : খ্যাতি।

Outstanding : অসাধারণ।


ভালো আচরণ বাইরে প্রকাশ পেলে সেটাই হয় সাজসজ্জা।

Turn : ভালো আচরণ।

Out : বাহির। 

Turnout : সাজসজ্জা।


ততক্ষণে দৃষ্টির সীমা কিভাবে নিদর্শন সৃষ্টি করলো দেখুন।

To : ততক্ষণে। 

Ken : দৃষ্টিসীমা।

Token : নিদর্শন।


কাঠেরখন্ড ও মাথা একসাথে মিলে কিভাবে নির্বোধ হয় দেখুন।

Block : কাঠের খোদাই। 

Head : মাথা।

Blockhead : নির্বোধ।


দশ ও পিঁপড়া মিলে কিভাবে ভাড়াটিয়া হয় দেখুন।

Ten : দশ। 

Ant : পিঁপড়া।

Tenant : ভাড়াটিয়া।


তার কৌশল মিলেমিশে কিভাবে হৃৎপিণ্ড হয় দেখুন।

He : তার। 

Art : কৌশল।

Heart : হৃৎপিণ্ড।


অনুসন্ধান আর মানুষ মিলে কিভাবে পাহারাদার হয় দেখুন।

Watch : অনুসন্ধান। 

Man : মানুষ।

Watchman : পাহারাদার।


অধীনে ও স্থায়ী পাশাপাশি হলে কিভাবে সহানুভূতিশীল হয়, দেখুন।

Under : অধীনে।

Standing : স্থায়ী।

Understanding : সহানুভূতিশীল।


তরুণ বন্ধুদের সাথে একটু মজা করলাম। ত্রুটি হলে অনুগ্রহ করে সংশোধন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।


সংগৃহীত।

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...