প্রিয়-
মৃদু বাতাসে ভরপুর তপ্ত দুপুরের আমার মন উজার করা ভালোবাসা নিও। জানি ভাল আছ।এটা আমার আশা নয় বিশ্বাস। আজ এই তপ্ত দুপুরে কেনো জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, নিঃসঙ্গতা কি না জানিনা শুধু জানি একদল অভিমান প্রচন্ড কান্না হয়ে দু'চোখ ফেটে বেরুতে চাইছে। তুমি আজ ব্যস্ত বলে শূন্যতা তার ইচ্ছে মত দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা। তুমি তো জানো ছোটবেলা থেকেই আমি চিঠি লিখায় কিছুটা সৌখিন। রঙ বেরঙের কলম,কাগজ,ডায়রি,প্যাড এ খুউব যত্ন করে আমি চিঠি লিখতে ভালবাসি। অনেক দিন হয়েছে তোমাকে চিঠি লিখি না, তাই ভাবলাম কিছু লিখি তোমাকে রঙিন কলম দিয়ে রঙিন কাগজে তাও যদি মনটা ভাল হয়।
জানো তোমার মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে। আমার সমস্ত ভালোলাগা,ভালোবাসা,আশা-আকাঙ্খা,চিন্তা-চেতনা,আনন্দ,দুঃখ বেদনা,সব-সবটুকু যে তোমাকে নিয়ে,শুধুই তোমাকে ঘিরে। আমি একসময় মনে করতাম এই অভাগা মনকে কখনো কেউ বুঝবে না,কখনো কাউকে দেওয়া হবে না কিন্তু তোমার ভেতরে কি দেখেছিলাম জানি না মুহুর্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর তোমাকে পেয়ে আমার জীবনের নীভু আলোটা আবার জ্বল জ্বল করে জ্বলে উঠেছে।
আমি জানি আমার মত তোমারও সবকিছুর শেষ ঠিকানা আমি। তোমার প্রতিটি হৃদস্পন্দন শুধু আমার নামেই স্পন্দিত হয়।তুমি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হয়তো ভাবো কি আছে আমার মাঝে, কেন আমাতেই এত শান্তি পাও?
তুমি সব ব্যাপারে খুউব উদাসীন। মাঝে মাঝে মনে হয় আমার ব্যাপারেও তাই।এই চিন্তা করে মন খারাপ করে থাকি সারাটাক্ষন। কিন্তু শেষ সময়ে দেখি না তুমি যতটা উদাসীন সব ব্যাপারে আমার ব্যাপারে ঠিক তার উল্টো। প্রতিদিন প্রতিসেকেন্ডে তোমাকে আবিস্কার করছি একটু একটু করে এবং এই করতেই প্রতি সেকেন্ডে আবারো নতুন করে প্রেমে পড়ছি।
আজ একটি বিশেষ দিন। অথচ দেখ তোমার পাগলীটা কেমন মন খারাপ করে কাটাচ্ছে। পাগলী যে একটা আমি। আজ বিশেষ দিনে তোমার কাছে আমার কেবল একটা চাওয়া,"তোমার সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের সাথে সবসময় বেঁধে রাখবে।"
পাপের ভার্নিয়ার স্কেল তো বেড়ে অনেক হলো, জানিনা ওপারে গেলে কি পাবো? বেহেস্ত নাকি দোজখ! তবে আল্লাহ্তালা তোমাতেই ইহজনম ও পরজনমের বেহেস্তের সমস্ত সুখ নিহিত করে পাঠিয়েছেন আমার দুয়ারে।
আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না,তারপরেও যদি আমার কোন ব্যবহারে তুমি অনেক কষ্ট পাও, আমাকে বলো বাবুই আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো। বাবুই,তোমার মন খারাপ থাকলে যে আমার কত কষ্ট হয় সে তোমাকে বোঝাতে পারবো না।তোমার ওই হাসিমাখা মুখ খানিই যে আমার নতুন করে বাঁচার একমাত্র উদ্দীপনা।
এইযা আমার কান্না,মন খারাপকে তো আর খুঁজে পাচ্ছি না। যাহ্!! পালিয়ে গেছে দুষ্টরা.......
তোমাকে যে তারা প্রচন্ড ভয় পায়।
তোমাকে ভালোবাসি প্রচন্ড.....এর চেয়ে কোনও সত্য আপাতত আর জানি না!!আজ এই পড়ন্ত বিকেলে এ পর্যন্তই রাখছি.......ভালো থেকো অনেক অনেক বেশি।
ইতি তোমার হৃদস্পন্দন।