রিলেশনের শুরুর দিকে ছেলেরা!!
১ .হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে!
- কি? তোমাকে পিঁপড়া কামড় দিছে? ওয়েট করো তুমি, আমি এ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি! আর ওই পিঁপড়া কে মারতে কামান নিয়ে আসতেছি!
.
২.বাবু শোন! আমার না খিদা লাগছে! চলো খাবো! আজকে বিল কিন্তু আমি দিবো!
- কি বলো বাবু খিদা লাগছে এতক্ষণ বলোনি কেন? চলো আমরা বুফে খাবো!
আর বিল তুমি দিবে মানে? আমি থাকতে তুমি বিল দিবে? এ কথা শুনার আগে আমার মরণ হলো না কেন?
.
৩.বাবু আমার একটা কল আসছে একটু রিসিভ করি? আর শোন আজ আমার একটা ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে!
- আরে দ্রুত কল রিসিভ করো! আর ফ্রেন্ড এর পার্টি তে অবশ্যই যাবে সমস্যা নেই! আমি গিফট কিনে দি?
৪.বাবু আমার বাসায় না বিয়ের প্রপোজাল আসতেছে! আমি বলে দিয়েছি এখন বিয়ে টিয়ে করবো না! বাবু আমরা কবে বিয়ে করবো?
- কি বললে? চলো আজকেই বিয়ে করে ফেলি! তোমার বিয়ের কথা শুনলে আমার হার্টএ্যাটাক হয়ে যায়! আমি তোমাকেই বিয়ে করবো!
৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো!!
-- বাবু আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি! তুমিই আমার সব! তোমাকে ছাড়া এক সেকেন্ডও আমার পক্ষে বাঁচা সম্ভব না!
(রিলেশনের শেষের দিকে!! )
১.হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে!
- পিঁপড়া কামড় দিছে তো কি হইছে? এমন ভাব করতেছো মনে হচ্ছে অজগর সাপ কামড় দিছে! ন্যাকামী বন্ধ করো!
২.বাবু শোন আমার না খিদা লাগছে!
-- তোমার এত ঘন ঘন খিদা লাগে কেন বুঝি না! এই মামা পাঁচ টাকার বাদাম দাও তো! শুনো আমার কাছে টাকা নাই তুমি পাঁচ টাকা দিয়ে দাও!
৩. বাবু শোন আমার একটা কল আসছে একটু পিক করি? আর শোন আমার ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে আজ!
- তোমার কেন এত কল আসে? দুনিয়ার সবাই তোমাকে কল করে? আর কিসের এত বার্থডে পার্টি! দরকার নাই এত পার্টি মার্টিতে যাওয়ার!
৪.বাবু আমার বাসায় না বিয়ে প্রপোজাল আসতেছে! বাবু আমরা কবে বিয়ে করবো?
-- তোমার মুখে এই বিয়ে বিয়ে ছাড়া কোন শব্দ নাই? সবসময়ই ঘ্যান ঘ্যান! আমার পক্ষে আগামী পাঁচ বছরেও বিয়ে করা সম্ভব না!
৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো!!
--আরে রাখো তোমার লুতুপুতু ভালোবাসা! আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে
তোমার সাথে রিলেশন করা!
--------------------------
রিলেশনের শুরুতে মেয়েরা!!
১. বেবি তুমি সত্যিই আমাকে ভালোবাসো?
- বাবু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি! গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নাই! স্বয়ং বিল গেটস এসেও যদি প্রপোজ করে আমি রাজি হবো না! আমি শুধু তোমাকে চাই!
২. তোমার বাবা মা যদি রাজি না হয়? তখন আমার সাথে পালিয়ে যেতে পারবে?
- কি যে বলো! আর আমার মা বাবা আমার পছন্দের বাইরে কিছু করবে না! তবুও যদি রাজি না হয় আমি তোমার হাত ধরে চলে যাবো! প্রয়োজনে গাছ তলায় থাকবো!
৩. কি বলছো জানো তুমি? তুমি ঘোরের মধ্যে আছো! এসব তোমার আবেগের কথা!
- আমি ভেবেচিন্তেই বলছি! কোন মোহ বা ঘোরের মধ্যে থেকে নয়!
৪. আমাকে কেন ভালোবাসো বলোতো?
- তুমি অনেক কেয়ারিং, পারসোনালিটি ভালো, মেন্টালিটি খুব ব্রড এবং তুমি একজন ভালো মানুষ!
৫. আচ্ছা কি করলে বুঝবে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি!
- সারাজীবন যদি পাশে থাকো, কখনো যদি ছেড়ে না যাও তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো!
৬ আমাকে ছাড়া কখনো অন্য কাউকে বিয়ে করবে নাতো?
- দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু আমার কমিটমেন্ট এদিক ওদিক হবে না! তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না!
( রিলেশনের শেষের দিকে মেয়েরা! )
১. বেবি তুমি সত্যিই আমাকে ভালোবাসো?
- আসলে বাবু আমি তোমাকে ভালোবাসি তা ঠিকাছে কিন্তু আমাদের রিলেশন শুরুতে যতটা ইজি মনে করছিলাম আসলে ততটা ইজি না! তুমি এখনো স্টাবলিস্ট না! :( (এতকুটু শুধু মুখে বলে, আর মনে মনে যা বলে) না বুঝেই তোর প্রেমে পড়েছিলাম! এখন কোন দুঃখে তোমাকে ভালোবাসবো? কি আছে তোমার? ভালো ক্যারিয়ার? বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স?
২. তোমার বাবা মা যদি রাজি না হয় আমার সাথে পালিয়ে যেতে পারবে?
- আসলে আগে বুঝিনি আমার ফ্যামিলি রাজি হবে না! আমি কিভাবে মা বাবাকে কষ্ট দিবো বলো! বাবা হার্টএ্যাটাক করবে!
-- (মনে মনে যা বলে) হ্যাঁ ঠিকই বলছিস তোর মত ফকিরের সাথে আমার ফ্যামিলি
জীবনেও রাজি হবে না! আর আমি কি চোর যে তোর হাত ধরে পালিয়ে যাবো?
৩. আগের কথাগুলো তোমার আবেগের ছিলো? তুমি ঘোরের মধ্যে বলছিলা?
-- বাবু তুমি ঠিকই বলছো আমি আসলে রিলেশনের শুরুতে immatured ছিলাম কি বলতে কি বলে ফেলছি বুঝতে পারিনি!
-- (মনে মনে যা বলে) আরে ধুর আবেগে পড়ে কোন কালে কি বলছিলাম তা দিয়ে কি পানি খাবো? আবেগ দিয়ে দুনিয়া চলে না!
৪. আমাকে কেন ভালোবাসো বলোতো?
- বাবু তুমি অনেক ভালো ছেলে কিন্তু কি করবো বলো, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ!
- (মনে মনে যা বলে) কে বললো তোকে ভালোবাসি? তুই একটা খ্যাত, ন্যারো মাইন্ডেড! খবরদার আমাকে বেবি বলে ডাকবি না!
৫. আচ্ছা কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে অনেক ভালোবাসি!
- বাবু তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে বাধা দিও না! ফ্যামিলির পছন্দমত বিয়ে করতে দাও! দেখবে তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো!( এখানেই শুধু মনের আর মুখের কথা একই হয়! এটাই ব্রেকআপ করার জাতীয় ডায়লগ)
৬. আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলেছিলে!!
-- বাবু আসলে একটা প্রবলেম হয়ে গেছে! আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চাইতাম! কিন্তু হঠাৎ জোর করে আমার ফ্যামিলি অন্য ছেলের সাথে আমার engagement করিয়েছে! তোমার সাথে একটা বার যোগাযোগ করারও সুযোগ পাইনি! এছাড়া আমার আর কোন উপায় ছিলো না! স্যরি বাবু! তুমি বিয়েতে অবশ্যই আসবে আমাকে বিদায় দিতে!
--(মনে মনে ) আরে রাখ তোর বিয়ে, শালা ফকির! এতক্ষণ কি বললাম শুনিস নি? কোন দুঃখে তোকে বিয়ে করতে যাবো? আমার অলরেডি অন্য জায়গায় engagement হয়ে গেছে! এই নে আমার বিয়ের কার্ড! সুন্দর দেখে একটা গিফট নিয়ে এসে বিয়ে খেয়ে যাবি!
বিঃদ্রঃ এখানে শুধু মাত্র পল্টিবাজ প্রেমিক/প্রেমিকাদের কথা বলা হয়েছে! এই পোস্ট পড়ে পুরুষ/নারী সমাজ যদি আহত, নিহত মর্মাহত বা ক্ষুব্ধ হন তাহলে---
এডমিন দায়ী নয়!!!