সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

স্বাধীনতার যুগ বলে কথা!

এক দেশে ছিল এক রাজা। তাঁর খুব প্রিয় একটা গান ছিল। গানটির নাম ‘ট্রা-লা-লা-লা’। তবে ‘ট্রু-লু-লু-লু’ নামের অন্য একটি গান তিনি সহ্যই করতে পারতেন না। যারা ‘ট্রু-লু-লু-লু’ গাইত, তাদের সবার গর্দান নেওয়ার নির্দেশ তিনি দিয়েই রেখেছিলেন।
ব্যাপারটা পছন্দ ছিল না অনেকেরই। একদিন এক লোক বিদ্রোহ ঘোষণা করলেন রাজার বিরুদ্ধে। তারপর তাঁকে গদিচ্যুত করে নিজেই আসীন হলেন সেটায়।
নতুন এই রাজা ‘ট্রু-লু-লু-লু’ গাইতে বড়ই পছন্দ করেন। গানটি এখন গাইতে পারে যে কেউ। স্বাধীনতার যুগ বলে কথা! তবে ‘ট্রা-লা-লা-লা’ গায় যারা, এখন তাদের গর্দান নেওয়া হয়।।
ভবিষ্যতে হয়তো ট্রু-লু-লু-লু গাইলে গর্দান যাওয়ার সময় আসবে!

কাঁকড়ার চরিত্র!

একবার আমেরিকায় বিভিন্ন দেশ থেকে কাঁকড়া পাঠানো হলো। বাংলাদেশ থেকেও এক ঝুড়ি কাঁকড়া গেছে। বিমান থেকে বিভিন্ন দেশের কাঁকড়ার ঝুড়ি নামিয়ে রাখা হয় একটা খোলা জায়গায়। শুধু একটা ঝুড়ি ছাড়া আর সব কটি ঝুড়িতে ঢাকনা দেওয়া।
যিনি ঝুড়ি চেক করছিলেন, তিনি বলে উঠলেন, ‘কী ব্যাপার, এটা খোলা কেন?’
একজন বলে উঠল, ‘স্যার, ওটা বাংলাদেশ থেকে এসেছে, এ জন্য খোলা।’
‘মানে কী, সব কটি কাঁকড়া তো ওপরে উঠে বেরিয়ে যাবে।’ বললেন ভদ্রলোক।
‘না স্যার, এতক্ষণ ধরে দেখেছি একটা কাঁকড়া যদি ওপরে ওঠার চেষ্টা করে, বাকিরা টেনে নিচে নামিয়ে ফেলে।’

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

প্রথম প্রেমের স্মৃতি।

"হৃদয় আছে যার সেই তো ভালোবাসে।
সব মানুষেরই জীবনে প্রেম আসে।"

প্রেম আমারো এসেছিলো দুয়ারে । অতি নিরবে । বসন্তের সবটুকু শুভ্রতা আর জানা অজানা ফুলের সুবাস নিয়ে । তপ্ত মরুভমির অসহ্য উত্তাপের তৃষিত হৃদয়ে সে এসেছিল একফোটো জল হয়ে। বসন্তের নির্মল হাওয়ায় আমার হৃদয় ভেসেছিলো ভালোবাসার প্লাবনে । একরাশ প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়েছিল দেহ মনে ।।

রবীন্দ্রনাথের গানের মতো -
"হৃদয় আজি কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করেছে কোলাকুলি ।"

পাখির কলকাকলীর মতো সেই মধুর দিনগুলো ছিল স্বর্গীয় ভালোবাসায় ভরপুর । সেই প্রথম শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে আকাংখিত , প্রচন্ড ভালো লাগার শব্দটি। " ভালোবাসি" ।
বলেছিলাম - আমিও যে তোমায় ভালোবাসি ।
-কতটুকু ?
-যতটুকু হলে তোমাকে পাওয়া যায় ।
- তাহলে বলোনি কেন এতদিন ? কেন রেখেছিলে লুকিয়ে ?
- যদি তুমি প্রত্যাখ্যান করো সেই ভয়ে ।
- বোকা ছেলে । এতদিন একসাথে পড়ি। তুমি কি কখনোই বুঝতে পারোনি আমার মনের কথা !
- তুমিও তো আমার হৃদয়ের কথা বুঝতে পারোনি । শুধু তোমার হাসিমুখ দেখব বলে, শুধু তোমার সেই নিষ্পাপ চাহনি দেখার জন্য ছুটে আসি তা কি তুমি বুঝনি?
- শুধু আজকের দিনটির জন্য কতদিন অপেক্ষায় রয়েছিলাম। বারবার যে আমি শুধু তোমাকেই চেয়েছি ।
চুপ করে ছিলাম । গভীর ভালো লাগা আর ভালোবাসায় ছিলাম আচ্ছন্ন । সে আমার চোখে চোখ রাখল । এ এক অন্য রকম চাহনী । যে চাহনীতে সবকিছুই বদলে যায় । আমিও ওর কাজল কালো মায়াবী আঁখিতে মুগ্ধ বিস্ময় নিয়ে চেয়ে রইলাম । কত কথাই যেন সে চোখে জমে রয়েছে । কত কিছুই না ও দু'টি চোখ বলতে চায় । মনে হচ্ছিল আমি সারাটি জীবন সেই মায়া ভরা চোখের দিকে চেয়ে কাটিয়ে দিতে পারব । সেই থেকেই ভেসেছিলাম ভালোবাসার স্বপ্ন সুখের ভেলায় । হৃদয়ের কত আকুলতা , না বলা কথা , কিছু জমানো ব্যথা বিনিময় আর ভালোবাসার রঙ্গীন সব জাল বুনা।  সেই ভালোবাসার জাল অনেকদুর বিস্তৃত হয়েছিলো ।

"তোমাকেই যেন ভালোবেসেছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার।"

সবে মাত্র কলেজে পা দিয়েছিলাম । স্কুলের স্যারদের কড়া নিয়ম কানুন আর মা বাবার কঠো শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দ উচ্ছাস ছিল বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ! নিজের অজান্তেই পিঠে দু`টো পাখা গজিয়েছে । সেই পাখা নিয়ে একা একা উড়ে বেড়াই আর খুঁজে ফিরি মনের মানুষকে ।
শীতের পাতা ঝড়া মুগ্ধ বিকেল। চারিদিকে হিম হিম মৃদু পরিবেশ । এমনই  করেই  বিকেলে ওর সাথে আস্তে আস্তে সম্পর্ক । দুজন দুজনকে কাছে পাওয়া! কিছু সুখ, কিছু আনন্দ ভাগাভাগি করে নেওয়া । তারপর কতদিন, কতটা সময় একসাথে ঘুরে বেড়িয়েছি। কখনো হাতে হাত রেখে ফয়স লেকের নির্মল ঠান্ডা জলের পাড় ধরে হেঁটে যাওয়া । আবার কখনো লেকের শান্ত জলে নৌকায় চড়ে ভেসে বেড়ানো । কখনো বা সবুজ পাহাড়ের চূড়ায় বসে আদিগন্ত মাঠ ঘাট পেরিয়ে যতদূর দৃষ্টি যায় ততদুরে হারিয়ে যাওয়া । আবার নয়ত পতেঙ্গা সৈকতের ভেজা বালিতে পা ভিজিয়ে সমুদ্রের বিশালতার মতো নিজেদের প্রেম কে পরিপূর্ণ দানের প্রচেষ্টা । বৃষ্টি ভেজা নগরীতে পাশাপাশি রিকশায় বসে স্নিগ্ধ প্রকৃতি উপভোগ করা এবং আরো কত কি ! জীবনের কঠিনতম বোধ গুলোর মাঝে বারবার এসে ছুঁয়ে দিচ্ছিলো এক অনুভুতি ।

রবীন্দ্রণাথের ভাষায় -
"সমাজ সংসার মিছে সব
মিছে এই জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে ,
আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব ।"

তারপর আজ কতদিন পেরিয়ে গেছে । আজো মনে পড়ে সেউ উথাল পাথাল করা প্রেমের সময় গুলো । মস্তিষ্কের প্রতিটি নিউরণে গেঁথে রয়েছে সবকিছু। প্রেমের সেই স্মৃতি কি কখনো ভুলা যায়?

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...